Monday, August 25, 2025
Homeবিনোদনশুটিং করতে গিয়ে আহত বরুণ ধাওয়ান!

শুটিং করতে গিয়ে আহত বরুণ ধাওয়ান!

ওয়েব ডেস্ক:  শুটিং সেটে গুরুত্ব হত হয়েছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান(Varun Dhawan)। একটি সূত্রের খবর অভিনেতার পাঁজরে নাকি মারাত্মক চোট পেয়েছেন তিনি। যদিও এই মারাত্মক চোট নিয়ে বরুণ শুটিং চালিয়ে যাচ্ছেন। তবে এই ছবিতে ম্রূনাল ঠাকুরের সঙ্গে বরুণকে রোমান্স করতে দেখা যাবে।
প্রথমবার জুটি বাঁধছেন তাঁরা। এই নিয়ে ‘ম্যায় তেরা হিরো’, ‘জুড়ওয়া ২’, ‘কুলি নং ওয়ান’-এর পর বাবা ডেভিড ধাওয়ানের পরিচালনায় চার নম্বর সিনেমা করলেন বরুণ ।

প্রসঙ্গত,নিজের ইনস্টাগ্রাম স্ট্যাটাসে বরুণ ছবি দিয়েছেন নিজের হাতের। ছবিতে দেখা যাচ্ছে ডান হাতের কড়ে আঙুল তিনি ঠেকিয়ে রেখেছেন একবাটি বরফে। সঙ্গে বরুণ লিখেছেন, “আঙুল ঠিক হতে কতদিন সময় লাগে?” তবে ঠিক কীভাবে চোট লাগল বা চোট কতটা গুরুতর তা নিয়ে কোনও মন্তব্য করেননি অভিনেতা। অভিনেতার পোস্টের পরই তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনুরাগীরা।

আরও পড়ুন:শো করতে ঢোকার সময় যুবকের অশালীন আচরণে ক্ষেপে লাল শ্রাবন্তী

প্রসঙ্গত, গত ২২ মার্চ থেকে পূজা হেগরের সঙ্গে নতুন ছবির শুটিং শুরু করেছেন বরুণ ধওয়ন। ইতিমধ্যেই জুটিতে একাধিক ছবি ও ভিডিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। একটি ভিডিওতে দেখা গিয়েছে, নায়ক-নায়িকা মিলে গঙ্গা আরতি করছেন। অপর একটি ছবিতে দেখা গিয়েছে চারা গাছে জল দিচ্ছেন বরুণ। পোস্টের শিরোনামে অভিনেতা লিখেছিলেন, “ঋষিকেশে দারুণ ভাবে কাজ শুরু হল। আমরা আশীর্বাদধন্য।”

Read More

Latest News